
রাজশাহী সংবাদদাতা: উত্তরাঞ্চলের ১৬ টি জেলার মধ্যে নওগাঁ জেলা খাদ্য উদ্বৃত্ত এলাকা হিসেবে পরিগণিত। নওগাঁ জেলার ১১টি উপজেলায় রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমান ফসলের আবাদ করা হয়েছে। বেশ কয়েক বছর যাবত নওগাঁ জেলা খাদ্যে উদ্বৃত্ত এলাকা।
নওগাঁ জেলা কৃষি অফিস সুত্রে জানা যায় প্রতি বছরের ন্যায় চলতি রবি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১,৯২,৩৮০ হেক্টর যার মধ্যে ঊফশী জাতের রয়েছে ১,৭৩,২৭০ হেক্টর এবং হাইব্রিড জাতের রয়েছে ১৯১১০ হেক্টর যেখান থেকে এবছর ৮,৮০,৭৬৯ মেঃ টন বোরো ধান উৎপাদনের সম্ভবনা রয়েছে এবং গত আমন মৌসুমে ধানের আবাদ হয়েছে মোট ১,৯৩,২৮০ হেক্টর। নওগাঁ জেলায় মূলত ধানের আবাদ বেশী পরিমানে হয় অর্থাৎ ধান প্রধান অঞ্চল হিসেবে নওগাঁ জেলা পরিচিত। এছাড়াও জেলা কৃষি অফিস সুত্রে জানা যায় আলু লক্ষ্যমাত্রা ছিল ২১,৩০০ হেক্টর আবাদ হয়েছে ২০,৩৫০ হেক্টর, গমের লক্ষ্যমাত্রা ছিল ১৮,৭৪৫ হেক্টর আবাদ হয়েছে ১৬,৮৫০ হেক্টর, সরিষার লক্ষ্যমাত্রা ছিল ৬৫,৬৭৬ হেক্টর আবাদ হয়েছে ৫৬,৮০০ হেক্টর। এছাড়া আরো যেসকল ফসলের আবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে তন্মধ্যে পেয়াজের চারা ও কন্দের জন্য ৫,৫৬০ হেক্টর, রসুন ৯৫৬ হেক্টর, ভূট্টা ৭,৬৩৫ হেক্টর, চীনাবাদম ২৬০ হেক্টর, মরিচ ৭৩৫ হেক্টর, ডাল ফসলে ৬৯৫ হেক্টর, শীতকালিন সবজি ৯,৫৯৫ হেক্টর এবং মিষ্টি আলু আবাদ কম হলেও ৩৪০ হেক্টর লক্ষ্যমাত্রা রয়েছে। এপর্যন্ত শীতকালিন সবজি ৭,৬৮৫ হেক্টর আবাদ হয়েছে যেখানে কাঙ্খিত ফলন পাওয়া সম্ভব।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোছা: হোমায়রা মন্ডল জানান, ধান, গম, আলু, ভুট্টা, শাক-সবজি ফসলের পাশাপাশি স্ব-উদ্যোগে কৃষকদের মাঝে প্রায় ৩৩,৬০০ হেক্টর মিশ্র ফল বাগান স্থাপিত হয়েছে, যার মধ্যে ৩০,৩১০ হেক্টর রয়েছে শুধু আম বাগান। তিনি আরো জানান, ফসল উৎপাদনের উন্নত প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে’ এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সহায়তায় ব্লক পর্যায়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষন পদ্ধতি, গুটি ইউরিয়া ব্যবহার, জীবন্ত পাচিং, বাদামী গাছ ফড়িং সনাক্তকরণ ও দমন ব্যবস্থা, কম্পোষ্ট সার তৈরী, সারিতে চারা রোপন ইত্যাদি বিষয়ে এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরো জানান, এ ধারা অব্যাহত থাকবে এবং কৃষককুল নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের মাধ্যমে কৃষি উন্নয়ন মুলক কাজে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



