মো. জুলফিকার আলী (সিলেট) : “সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধি করতে হবে এবং আমদানি নির্ভরতা কমাতে হবে। তবে চাহিদার অতিরিক্ত কোনো ফসল উৎপাদন করা যাবে না।”— এমন মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও জীবাণু ব্যবহার এবং পরিবেশবান্ধব জৈব বালাইনাশক প্রয়োগ অপরিহার্য।
শনিবার (২৩ আগস্ট) হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত “সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় সুবিধাভোগী কৃষক-কৃষাণীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাহুবল, হবিগঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান; আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন এবং বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আব্দুল মান্নান, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. নাসির উদ্দিন, ফ্রিপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এম. এম. আব্দুর রাজ্জাক, সিলেট কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার, বাহুবল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চিন্ময় কর অপু এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাজহারুল ইসলাম।
মতবিনিময় সভায় বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮০ জন সুবিধাভোগী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।