Sunday , August 24 2025

রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও সাপ উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা

রুয়েট সংবাদদাতা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ৩টায় রুয়েটের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)

কর্মশালার প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুপার নিউমেরারি অধ্যাপক ড. ফরিদ আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও প্রাণীবিজ্ঞানী ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার এবং পরিবেশ সংগঠন ধরা-এর কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আফজাল হোসেন

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলী, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া আখতার এবং পুরকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মো. আবু সাইদ। প্রশিক্ষক ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। উদ্বোধনী বক্তব্য রাখেন বিবিসিএফ-এর সভাপতি মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনবিসিএফ-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশে বিদ্যমান বিষধর ও নির্বিষ সাপের প্রজাতি, সাম্প্রতিক বছরগুলোর সাপেকাটা রোগীর সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কেন ও কখন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের সঠিক ব্যবহার ও কার্যকারিতা, সর্প দংশনের প্রতিরোধ ও জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে সাপ উদ্ধার, নিরাপদ হ্যান্ডলিং এবং প্রকৃতিতে অবমুক্তকরণের পদ্ধতি শেখান। এ সময় তারা সর্প উদ্ধারে ব্যক্তিগত নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

This post has already been read 42 times!

Check Also

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস …