
রাঙ্গামাটি সংবাদদাতা: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে (০৯ ডিসেম্বর) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙ্গামাটির উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদধারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. একরাম উদ্দিন, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন, ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার।
প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ এস. এম. খালিদ সাইফুল্লাহ ও কৃষিবিদ মো. মশিউল ইসলাম।
রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা কৃষি অফিস, কৃষি তথ্য সার্ভিস ও হর্টিকালচার সেন্টারে কর্মরত মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়।



