
মো. জুলফিকার আলী (সিলেট) : বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা), সুনামগঞ্জ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সিলেট অঞ্চলের সহযোগিতায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণে করণীয় বিষয়ে আঞ্চলিক কর্মশালা আজ (০৯ ডিসেম্বর) মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর কৃষিবিদ এ. এস. এম. গোলাম হাফিজ। তিনি বলেন, সিলেট অঞ্চলে পাহাড়, টিলা ও হাওড় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি থাকায় হাওর উপযোগী নতুন জাত উদ্ভাবন এবং মাঠ পর্যায়ের সমস্যা সনাক্ত করে গবেষণা ট্রায়াল পরিচালনার উদ্যোগ জোরদার করতে হবে। তিনি বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে গবেষণা ও সম্প্রসারণ বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালার সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল। সঞ্চালনা করেন বিনা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) মো. ফরহাদ হোসেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মোহাম্মদ আশিকুর রহমান। সিলেট অঞ্চলে বিনা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পিএসও ড. মো. মাহবুবুল আলম তরফদার।
মৌলভীবাজার জেলায় ২০২৪–২৫ অর্থবছরে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাঠ পর্যায়ের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন কৃষিবিদ জালাল উদ্দিনের পক্ষে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ জালাল উদ্দিন সরকার। হবিগঞ্জ জেলার অগ্রগতি উপস্থাপন করেন কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, উপপরিচালক, ডিএই হবিগঞ্জ এর পক্ষে অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দ্বীপক কুমার পাল।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহস্থ বিনা’র পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী। বক্তব্য রাখেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মাহমুদুল ইসলাম নজরুল এবং ঢাকাস্থ এটিআই প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. কে. এম. বদরুল হক।
দিনব্যাপী এই কর্মশালায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



