
নাহিদ বিন রফিক (বরিশাল): উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কৃষির আধুনিক জাত ও প্রযুক্তি ব্যবহার বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ বরিশালে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি তথ্য সার্ভিসের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু, পটুয়াখালীর পূর্ব গাবুয়া কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. হাবিবুর রহমান, বরিশালের বাখরকাঠি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্য প্রশান্ত ঘোষ প্রমুখ। প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬ জেলার ৩০ জন তরুণ কৃষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, আর খোরপোষ নয়। এখন কৃষি হয়েছে বাণিজ্যে পরিণত। ফলে দেশের শিক্ষিত সমাজের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তারা চাকরির পেছনে না ঘুরে কৃষিতে খুঁজে নিচ্ছেন আত্মকর্মসংস্থান। সফলতাও পাচ্ছেন বেশ। তাদের কারো কারো গল্প শুনলে অবাক হওয়ার মতো। তাই দেশের তরুণ এবং যুব সমাজ যদি কৃষিতে সম্পৃক্ত হন, তাহলে আমাদের কৃষি হবে আরো সমৃদ্ধ।



