
পাবনা সংবাদদাতা: মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। হর্টিকালচার সেন্টার, বনানীস্থ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নূরে আলম সিদ্দিকী, উপরিচালক (ফল ও ফুল), হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
সভার শুরুতেই অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আমরা কৃষকের ভাগ্য উন্নয়ন ও দেশের খাদ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ টেকনিক্যাল পরামর্শ প্রদান করে যাচ্ছে। বগুড়া অঞ্চল কৃষিতে সমৃদ্ধি অঞ্চল। এ অঞ্চলের সবজি, পেঁয়াজ, আলুসহ অন্যান্য কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং চাহিদা মিটিয়ে থাকে। এছাড়াও সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন; অত্র অঞ্চলের চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি; মাঠে দন্ডায়মান বিভিন্ন ফসলের রোগবালাই, পোকামাকড় আক্রমণ ও ব্যবস্থাপনা; পেনশন কেস, ভ্রমণ ভাতাবিল দাখিল, ওয়েব পোর্টাল হালনাগাদ ও অভিযোগ প্রতিকার; রবি মৌসুমে আলু ও বোরো ধান ফসলে খামারী অ্যাপস ব্যবহার; বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম; কৃষিকথায় লেখা প্রদান ও গ্রাহক সংখ্যা বৃদ্ধিসহ নানাবিধ সমসাময়িক বিষয় আলোচনা উঠে আসে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের উপপরিচালকগণ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বিএডিসি(বীজ বিপণন), আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যম রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, পার্টনার, এসএসিপি-রেইনস প্রকল্প এর কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।



