
পাবনা সংবাদদাতা: অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পুষ্টি বাগান স্থাপনের মালামাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস আটঘরিয়া প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, পাবনা। মো. রাফিউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), পাবনা। সভাপতি মাহমুদা মোতমাইন্না, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া,পাবনা। এসময় ৪০ জন বাগানিকে ৬ রকম ফলের চারা, ২৭ প্রকারের শাক সবজির বীজ, ঝাঝরি, নেট, জৈব সার, বীজ রাখার পাত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটঘরিয়া পাবনা কর্মকর্তা/ কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের কৃষক/কৃষাণীবৃন্দ।



