
রাঙ্গামাটি সংবাদদাতা: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে রাজস্থলীতে মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ডিসেম্বর) রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রমতিয়াপাড়া, ধলিয়া ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসে কৃষিবিদ মো. রাকিবুজ্জামান রাজু, কৃষি সম্প্রসারণ অফিসার, রাজস্থলী-এর সঞ্চালনায় এবং কৃষিবিদ মো. আহসান হাবীব, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব), রাজস্থলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মনিরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কৃষিবিদ মো. রাসেল সরকার, উপজেলা কৃষি অফিসার, কাউখালী এবং কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উপজেলা কৃষি অফিসার, বিলাইছড়ি, রাঙ্গামাটি।
উপজেলার ধলিয়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরীর তত্ত্বাবধানে উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যার স্পন ও মাশরুম উৎপাদন খামার প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন মাশরুম চাষি দলসহ দুই শতাধিক কৃষক-কৃষাণী, স্থানীয় হেডম্যান-কারবারী ও গ্রামবাসী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. মনিরুজ্জামান মাশরুমের ঔষধি গুণাগুণ, পুষ্টিগুণ ও এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বল্প পুঁজিতে অধিক লাভজনক এই ফসল চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে মাশরুম চাষে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়িয়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
মাঠ দিবসটি অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে মাশরুম চাষ সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



