Wednesday , August 27 2025

কৃষি সেবা পেতে ১৬১২৩

রনি (পাবনা) : কৃষকদের মাঝে কৃষি হেল্পলাইন ১৬১২৩ এর পরিচিতি করনের উদ্দেশ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) নাটোর লালপুর উপজেলার তিলকপুর গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে লিফলেট স্টিকার ও সচেতনতামূলক পোস্টার বিলি করে বাংলাদেশ কৃষিজ লোক সাংস্কৃতিক পরিষদ  । সে সময় কৃষিভিত্তিক এই তৃনমুল প্রতিষ্ঠানের সভাপতি তমাল তরু, রহমতুল্লাহ দোলন, রবিউল ইসলাম, আশিশ মাহমুদ, নাসির হোসেন, সোহান ও সেলিম উপস্থিত ছিলেন।

জানা যায় উক্ত নাম্বারে কল করে কম খরচে দেশের কৃষি বিজ্ঞানীদের নিকটে সরাসরি পরামর্শ পেতে পারবেন কৃষক।

এছাড়াও এ সময় বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ কৃষিজ লোক-সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তমাল তরু বলেন, তৃণমূল কৃষকেরা যেন সরকারি সেবা তাৎক্ষণিকভাবে পেতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। শিক্ষিত বেকার যুবসমাজকে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা।

 

This post has already been read 5822 times!

Check Also

সিলেটে শস্য নিবিড়তা বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – অতিরিক্ত কৃষি সচিব

মো. জুলফিকার আলী (সিলেট) : “সিলেট অঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধি করতে হবে এবং আমদানি নির্ভরতা …