Wednesday 8th of May 2024
Home / অন্যান্য / ডা. মঈনের অকাল মৃত্যুতে সিকৃবি সাদাদলের শোক প্রকাশ

ডা. মঈনের অকাল মৃত্যুতে সিকৃবি সাদাদলের শোক প্রকাশ

Published at এপ্রিল ১৫, ২০২০

ডা. মো. মঈন উদ্দিন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের অকাল মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর শিক্ষক সংগঠন সাদাদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাদাদলের সভাপতি প্রফেসর মো. ড. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সহযোগী প্রফেসর মো. সামিউল আহসান তালুকদার স্বাক্ষরিত এক শোক বার্তায় আজ বুধবার (১৫ এপ্রিল) মরহুমের দুই সন্তান, সহধর্মিণী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্রীয় বীমাসহ অন্যান্য সুবিধাদি দ্রুত ডাঃ মঈনের পরিবারকে প্রদানের দাবী জানানো হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

This post has already been read 2464 times!