📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালে শুরু হলো বৃক্ষমেলা ২০২৫

নাহিদ বিন রফিক (বরিশাল): পরিকল্পিত বনায়ন করি, নতুন বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালের বেলস্ পার্কের মাঠে পক্ষকাল ব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব। পরে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় বন সংরক্ষক মিহির কুমার দে, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন এবং ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তাই নিজেদের স্বার্থেই বৃক্ষরোপণ জরুরি। তিনি বসতবাড়ির আশেপাশে এবং বাড়ির ছাদে ফলদ এবং ভেষজগাছ রোপণে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। মেলায় সরকারি-বেসরকারি ৫০ টি স্টল স্থান পায়। এ উপলক্ষ্যে সার্কিট হাউজ হতে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন