নাহিদ বিন রফিক (বরিশাল): সবুজে থাকি সবুজে বাঁচি, তারুণ্যের স্বপ্ন বুনি- এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে উদযাপন হলো তারুণ্যের উৎসব ২০২৫। এ উপলক্ষ্যে নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রোজোয়ান বিন হাফিজ প্রান্ত, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাছ অকৃত্রিম বন্ধু। আমাদের অক্সিজেন দেয়। মৌলিক চাহিদা পুরণ করে। পরিবেশকে রাখে অনুকুলে। তাই গাছ লাগিয়ে দেশটাকে সবুজ বেষ্টনীতে পরিণত করতে হবে। আর এ কাজে তরুণদের এগিয়ে আসা দরকার। কেননা, এরাই একদিন জাতিকে পরিচালিত করবে।
অনুষ্ঠান শেষে ৩০ জন শিক্ষার্থীর মাঝে বারি নারিকেল-২ এর চারা বিতরণ করা হয়। পরে ব্রির ক্যাম্পাসে ৩ টি গাছের চারা রোপণ করা হয়।