Wednesday , August 6 2025

পটুয়াখালীর দুমকিতে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কৃষকের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার।

তিনি বলেন, এ সরকার কৃষকবান্ধব সরকার। কৃষিতে পর্যাপ্ত ভর্তুকির ব্যবস্থাই তা প্রমাণিত। তাই প্রতি ইঞ্চি জমি ব্যবহার নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর আহবান বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আজকের দেয়া পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ. এম. মাসুদ আল মামুন এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

উপসহকারি কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহের মালিকা, জাইকার প্রতিনিধি মো. জাহিদ মেহেদী হাসান, রাজাখালী গ্রামের কৃষক আবু ইউসুফ খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমরান হোসেন এবং শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ এবং জাইকার অর্থায়নে সরবরাহকৃত ১২টি পাওয়ার টিলার কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য,  মুগডালসহ বোরোফসল নিবিড় চাষাবাদে কৃষকদের সহযোগিতার লক্ষে এ ধরনের কৃষি যন্ত্রপাতি দেয়াই আয়োজকদের মূল উদ্দেশ্য।

This post has already been read 5957 times!

Check Also

পাবনায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনালেবু-১ এর চারা বিতরণ

মো. গোলাম আরিফ (পাবনা) : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী, পাবনায় …