Sunday , May 25 2025

সিলেটের কানাইঘাট উপজেলায় সমলয়ে চাষাবাদের উদ্বোধন

আসাদুল্লাহ (সিলেট): রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে সিলেট জেলার কানাইঘাট উপজেলায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর শুভ উদ্বোধন ও মাঠ দিবস বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কানাইঘাট, সিলেট এর উদ্যোগ ২০২০-২০২১ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মশিউর রহমান এনডিসি কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট বিভাগ, সিলেট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল,সিলেট। কৃষিবিদ মো. সালাহ্উদ্দিন, উপপরিচালক, ডিএই, সিলেট। আলহাজ্জ্ব আব্দুল মোমিন চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কানাইঘাট, সিলেট।

প্রধান অতিথি বলেন, প্রায় প্রতিটি রবি মৌসুমেই সিলেট বিভাগে কৃষি শ্রমিকের অভাব দেখা দেয়, এ সংকট নিরসনের লক্ষে রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে কৃষিবান্ধব সরকার কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে সমলয়ে ভিত্তিতে চাষাবাদ কার্যক্রম গ্রহণ করেছেন। যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের ব্যয় ও শ্রম সাশ্রয় হওয়ার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পায়। তাই এ প্রযুক্তি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কৃষির বহুমূখীকরণে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমন্ত ব্যানার্জি, উপজেলা নির্বাহী অফিসার, কানাইঘাট, সিলেট।

 

 

 

This post has already been read 4609 times!

Check Also

নাটোরে বিনামুগ ডাল সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: নাটোরে উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন মুগের জাত বিনামুগ-৫, বিনামুগ-৮, বিনামুগ-৯ এবং বিনামুগ-১০ …