Friday , July 11 2025

“খামারির হাসি, আমাদের খুশি” স্লোগানে এজি’র আঞ্চলিক অফিস ও ডিপোর যাত্রা শুরু

ময়মনসিংহ সদরের দিগারকান্দায় আঞ্চলিক অফিস ও ডিপোর উদ্বোধন করেছে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার (২৪ জানুয়ারি) উক্ত আঞ্চলিক অফিস ও ডিপোর  শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা  প্রফেসর ড. এস. ডি চৌধুরী, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর বিক্রয় ও বিপণন (ফিড) বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার (মিঠু) এবং সহকারি মহাব্যবস্থাপক  মো. মিজানুর রহমান।

”খামারির হাসি, আমাদের খুশি” এই স্লোগানের ওপর ভিত্তি করে সঠিক গুণগত মানসম্পন্ন খাবার ও বাচ্চা; ডিলার এবং খামারির দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. কাজ করে যাচ্ছে।

জানা যায়, উক্ত আঞ্চলিক অফিস ও ডিপো থেকে ময়মনসিংহ বিভাগের ৬টি জেলায় বিপণনের সেবা প্রদান করা হবে। এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এই পথ চলায় সকলের দোয়া কামনা করেছে।

This post has already been read 5777 times!

Check Also

পোল্ট্রি শিল্প বাঁচাতে বাজেটে বিশেষ সহায়তা চায় বিপিআইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প খাত হিসেবে পরিচিত পোল্ট্রি শিল্পের টিকে থাকা এবং এর …