
নিজস্ব প্রতিবেদক: দেশের পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ শিল্পে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ সেলস ও মার্কেটিং ব্যক্তিত্ব ডা. মোহাম্মদ জুয়েল কাদির দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আরআরপি এগ্রো ফার্মস এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। গত ৪ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে উক্ত দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সর্বশেষ তিনি আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর হেড অব সেলস (ডেপুটি জেনারেল ম্যানেজার – সেলস অ্যান্ড মার্কেটিং, এইচওডি) পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর কৌশলগত নেতৃত্বে আকিজ ফিড মাত্র আট মাসে শূন্য থেকে ১০ হাজার মেট্রিক টনেরও বেশি বিক্রয় অর্জন করে, যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকার বার্ষিক রাজস্বে পৌঁছায়। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে সারা দেশে ৭০০-এর বেশি ডিলার নেটওয়ার্ক, ১৮টি ডিপো ও ২০টি রিজিয়ন, যা কোম্পানির বাজার অবস্থানকে আরো শক্তিশালী করে।

এরও আগে তিনি জাপফা কমফিড বাংলাদেশ প্রা. লি.-তে ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে দায়িত্ব পালন করে লোকসান থেকে প্রতিষ্ঠানটিকে মুনাফার ধারায় ফিরিয়ে আনেন।
এছাড়া নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড-এ দায়িত্ব পালনের সময় ফিড অ্যান্ড চিকস মার্কেট সম্পর্কে তিনি ব্যাপক গবেষণার সুযোগ ও দক্ষতা অর্জন করেন। ফলে, কোভিডকালীন সংকটেও বিক্রয় বৃদ্ধি ও মুনাফা ধরে রাখতে সক্ষম হন।
আরআরপি ফিড কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি প্ল্যাটফর্ম। গবেষণা, উদ্ভাবন ও টেকসই ব্যবসায়িক কৌশল এবং টিম ওয়ার্কের সমন্বয়ে আমরা খামারি ও ডিলারদের আস্থা অর্জনে কাজ করব।
তিনি আরো বলেন,
আমার লক্ষ্য হলো মাঠ পর্যায়ের বাস্তব সমস্যার সমাধান করা, খামারিদের উৎপাদনশীলতা বাড়ানো এবং দেশের বাজারে আন্তর্জাতিক মানের ফিড সরবরাহ নিশ্চিত করা। প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আরআরপি ফিডকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে চাই।
ডা. জুয়েল কাদির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেছেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সৌদি আরবে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
দেশের পোলট্রি ও প্রাণিসম্পদ শিল্পে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণ আরআরপি ফিডের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন গতি যোগ করবে বলে আশা করছেন শিল্প সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আরআরপি গ্রুপ দেশের কৃষি, প্রাণিস্বাস্থ্য, পরিবহন, খুচরা বিক্রয় ও উৎপাদন খাতে একাধিক সফল উদ্যোগের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। নৈতিক ব্যবসায়িক মূল্যবোধ ও কৃষক-খামারবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে প্রতিষ্ঠানটি আজ দেশের গ্রামীণ উন্নয়ন ও টেকসই কৃষি বিকাশে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।