
আবেদিন এগ্রোভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আফজালুল হক চৌধুরী-কে কোম্পানির চিফ অপারেটিং অফিসার (COO) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আফজালুল হক চৌধুরী ১৯৮৬ সালে ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি May & Baker-এ যোগদানের মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে তাঁর পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান Rhone Poulenc, Aventis, Sanofi Aventis এবং Sanofi -এ অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘ ২৪ বছর কর্মরত ছিলেন। ২০১২ সালে Sanofi-তে তাঁর ফার্মা সেক্টরের কর্মজীবনের সফল অধ্যায় শেষ হয়।

এরপর তিনি অ্যানিমেল হেলথ সেক্টরে যোগ দিয়ে Novartis Animal Health Bangladesh-এ Head of Sales হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ Elanco Bangladesh Ltd. থেকে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশের কৃষি খাতে বহুল পরিচিত Group QA-এর অঙ্গপ্রতিষ্ঠান Abedin Agrovet Limited-এ জেনারেল ম্যানেজার হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে কোম্পানির কার্যক্রম শুরু হয়, তার সুসংগঠিত দিকনির্দেশনা, অভিজ্ঞতা, কৌশলগত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি অগ্রযাত্রায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কোম্পানি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আফজালুল হক চৌধুরীর নেতৃত্বে আবেদিন এগ্রোভেট লিমিটেড ভবিষ্যতে আরও টেকসই প্রবৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।



