
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মার্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘সুষম ফিড’-এ জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে যোগদান করেছেন পোলট্রি, মৎস্য ও প্রাণিজ খাতে সুপরিচিত ব্যক্তিত্ব কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপন। তিনি আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি দেশের আরেক স্বনামধন্য শিল্পগোষ্ঠী স্পেক্ট্রা হেক্সা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেগা ফিডে সহকারী মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে দীর্ঘ ১৬ বছর কর্মরত ছিলেন। ২০০৯ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি টিম ম্যানেজমেন্ট, বিক্রয় সম্প্রসারণ, পণ্য উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষতা ও সফলতার স্বাক্ষর রাখেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপন বলেন, তাঁর দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সমন্বয়ে খামারি ও পরিবেশকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আধুনিক কারিগরি প্রযুক্তিতে উৎপাদিত সুষম ফিডকে আরও কার্যকর ও মানসম্মত করে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, তিনি ২০০৬ সালের জুন মাসে সিপি বাংলাদেশে যোগদানের মাধ্যমে এগ্রো সেক্টরে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সালের জুন পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
কৃষিবিদ মো. কামরুজ্জামান শাহ স্বপনের জন্ম ১৯৭৯ সালে রংপুরে। তিনি ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং ২০০৬ সালে একুয়াকালচারে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর আজীবন সদস্য। – বিজ্ঞপ্তি



