
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক : আরবি এগ্রো লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সেইফ ফিড ব্র্যান্ডে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে যোগ দিয়েছেন কৃষিবিদ মো. মিজানুর রহমান। তিনি গত ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিতে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
কৃষি ও ফিড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তাঁর এই যোগদানকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে কৃষিবিদ মো. মিজানুর রহমান এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রায় ১৪ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের এই সময়ে তিনি সেলস, মার্কেটিং এবং ব্যবস্থাপনাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার কারণে তিনি সহকর্মী ও ব্যবস্থাপনা মহলে একজন বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে সুপরিচিতি অর্জন করেন।
নতুন দায়িত্বে তাঁর বাস্তবভিত্তিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং শিল্প সম্পর্কে গভীর জ্ঞান সেইফ ফিড ব্র্যান্ডের বাজার সম্প্রসারণ, ব্র্যান্ড উন্নয়ন এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আরবি এগ্রো লিমিটেড কর্তৃপক্ষ এক বিবৃতিতে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছে এবং বিশ্বাস প্রকাশ করেছে যে, তাঁর পেশাগত দক্ষতা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষাগত যোগ্যতায় কৃষিবিদ মো. মিজানুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে বিএসসি এবং অ্যানিম্যাল সায়েন্সে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন এবং কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এর সক্রিয় সদস্য।
কর্মজীবনের শুরুতে তিনি ২০০৬ সালে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর তিনি এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ঢাকা বিভাগে কর্মরত হন। দীর্ঘ ও সফল পেশাজীবনের ধারাবাহিকতায় তিনি বর্তমানে সেইফ ফিডে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।



