
ময়মনসিংহ সংবাদদাতা : তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ময়মনসিংহ চাকরি ও ক্যারিয়ার মেলা”। আগামী ২৮ অক্টোবর ময়মনসিংহের বৈশাখী মঞ্চ, জয়বুল আবেদীন পার্কে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও শিক্ষা-পরামর্শ সংস্থাগুলোর অংশগ্রহণে এই মেলা আয়োজন করছে bdjobs.com।
মেলায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন খাতের স্বনামধন্য কোম্পানি যেমন— PRAN, Walton Plaza, Aarong Dairy, Golden Harvest, Quazi Enterprises, Infinity Agro, Greendale, Debonair Group, Lecture Publications, Nafisa Agro, Safe Foods, Primitek Group, Con Group, PriyoShop, Standard Pharma, SAIC Group, BGIFT, Future Leadership Bangladesh, TCL Global, Edvoy, John Amos School, PVC Tech Pipe Fittings, Kim On, Fast Care Dermalyn, Global Study, Peoples, Next Zen, Race Institute, Vigon Agrotech, Root2Roof, Freelance IT Institute, Merit Bangladesh ইত্যাদি।
এছাড়াও প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে ISD, Career Hub, Ostad, HB Associates, Corporate Ask, Daffodil Japan IT, Top Link, Azan, Ever Education, MGC, BJLS সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন শিল্প ও সেবা খাতে সরাসরি চাকরির আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ ক্যারিয়ার কনসালট্যান্টদের কাছ থেকে পরামর্শ পাবেন। শিক্ষার্থীদের জন্যও থাকছে বিনামূল্যে ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি রাইটিং ও ইন্টারভিউ প্রস্তুতি সেশন।
মেলাটি তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বিকাশে এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

