
নিজস্ব প্রতিবেদক: কেজিএস গ্রুপের সিস্টার কনসার্ন ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ–এর হেড অব সেলস কৃষিবিদ এস এম তানভীর কাওছার সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
কৃষিবিদ এস এম তানভীর কাওছার বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন এবং অস্ট্রেলিয়ার সিডনি অবস্থিত সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে তিনি কৃষিভিত্তিক শিল্পখাতে একজন দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০১৯ সালে ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজের যাত্রালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন। বলা যায়, প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই এর বিকাশ ও ব্র্যান্ড গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শূন্য থেকে একটি ব্র্যান্ডকে নিজ হাতে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় থেকেই তাঁর পথচলা শুরু হয়, যা পরবর্তীতে এলিগেন্ট ফিড ব্র্যান্ডের সফল বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে।
পদোন্নতি প্রাপ্তির প্রতিক্রিয়ায় কৃষিবিদ এস এম তানভীর কাওছার বলেন,
“আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানুতাআলার। আমি আমার প্রতিষ্ঠানের সম্মানিত এমডি মহোদয়ের প্রতি কৃতজ্ঞ, যিনি আমার যোগ্যতার যথাযথ মূল্যায়ন করেছেন। আমি মনে করি, আমার পরিশ্রম সার্থক হয়েছে। নতুন এই দায়িত্ব আমাকে সামনে আরও ভালো কিছু অর্জনের পথে এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজের শুরু থেকে যে স্বপ্ন ও অনুপ্রেরণা নিয়ে কাজ শুরু করেছিলেন, তা আজ আরও বড় পরিসরে বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। দলগত প্রচেষ্টা, নৈতিকতা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
কৃষিখাত সংশ্লিষ্ট মহল মনে করছে, কৃষিবিদ এস এম তানভীর কাওছারের মতো অভিজ্ঞ ও শিক্ষিত নেতৃত্বে ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং দেশের ফিড ও কৃষিভিত্তিক শিল্পখাতে ইতিবাচক ভূমিকা রাখবে।



