
নিজস্ব প্রতিবেদক: বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে নিয়োগ ও পেশাগত দক্ষতা উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনলো সরকার। প্রাণিসম্পদ খাতের জনবল কাঠামোকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করেছে।
আজ বুধবার (০৫ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (প্রাণিসম্পদ-১ শাখা) কর্তৃক এক প্রজ্ঞাপনে (নং-৩৩.০০.০০০০.১১৭.৯৯.০১৩.২৪-৬২০) জানানো হয়েছে, এখন থেকে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের প্রবেশ স্তরের সব পদে কেবলমাত্র সমন্বিত ডিগ্রিধারী—বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবেন্ড্রি (বিএসসি ইন ভিএসঅ্যান্ডএএইচ) গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়া হবে।
একই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাঠপর্যায়ে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির জন্য চালু করা হচ্ছে ছয় মাস মেয়াদি ৩০ ক্রেডিটের সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স। এ প্রশিক্ষণ সম্পন্নকারীরা পরবর্তীতে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) থেকে রেজিস্ট্রেশন গ্রহণের সুযোগ পাবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে অবিলম্বে কার্যকর এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাছুম বিল্লাহ।
প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সরকারি কর্ম কমিশনসহ দেশের সব কৃষি ও ভেটেরিনারি বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিকট প্রেরণ করা হয়েছে।
প্রাণিসম্পদ খাতের বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই পদক্ষেপ প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী উদ্যোগ। তাদের মতে, সমন্বিত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত মান আরও বাড়বে, যা দেশের প্রাণিজ আমিষ উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

