📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

কেবিসি ফিডস-এর বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হিসেবে যোগ দিলেন অলিউর  রহমান

এগ্রিনিউজ২৪.কম: দেশের পোলট্রি ও ফিশ ফিড শিল্পের অভিজ্ঞ পেশাজীবী জনাব অলিউর  রহমান সম্প্রতি কেবিসি ফিডস-এ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং (বিক্রয় ও বিপণন) হিসেবে যোগদান করেছেন। বিক্রয় ও বিপণন ব্যবস্থাপনায় দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্পোরেট ব্যক্তিত্ব এর আগে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি হোলসাম অ্যাগ্রো লিমিটেড, পপুলার পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড, ক্লাসিক পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড, মার্স ফিডস লিমিটেড, এজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিশান ফার্মভেট লিমিটেড এবং বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিডস লিমিটেড-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি বিপণন কৌশল ও বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখেছেন। বিশেষ করে, তার নেতৃত্বগুণ, সৃজনশীল পরিকল্পনা ও দল পরিচালনার দক্ষতা প্রতিটি প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন এনেছে।

জনাব অলিউর রহমান গুরুদয়াল সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই তিনি নেতৃত্ব ও সংগঠনের দক্ষতায় পারদর্শী ছিলেন, যা পরবর্তী সময়ে কর্মক্ষেত্রেও তার সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

কেবিসি ফিডস-এ তার যোগদান প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা যাচ্ছে। তিনি তার নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে, তিনি ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন