📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নিরাপদ ও রফতানিযোগ্য আমের উৎপাদন লক্ষ্যে রাজশাহীতে আম মেলা

রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের অফিস চত্বরে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। মেলায় বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন, বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক হাসান তৌফিকুর রহমান। এসময় স্বাগত বক্তব্য প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ উম্মে ছালমা। এছাড়াও কৃষকদের মধ্যে বাঘা উপজেলার আম চাষি শফিকুল ইসলাম আমচাষের সুবিধা অসুবিধার কাথা তুলে ধরে তার বক্তব্য প্রকাশ করেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের আমের সুনাম বিশ্বজুড়ে। অনেক দেশেই আম রপ্তানি হচ্ছে। আমাদের দেশ থেকে আম চাষ করে বিদেশে রপ্তানির মাধ্যমে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মেলার মাধ্যমে কৃষকরা দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল চাষ করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমাদের নিরাপদ আম উৎপাদনে বিশেষ গুরত্ব দিতে হবে। তাহলে বিশ্ব বাজারে আম রপ্তানি সহজতর হবে। মেলায় ২০ টি স্টলে স্থান পেয়েছে। স্টলে নানান জাতের  আমসহ বিভিন্ন দেশীয় ফল দিয়ে সাজিয়েছে। স্টলে ফল দেখে দর্শনার্থীদের নজর কাড়ছে। রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের’ আওতায় আয়োজিত এ মেলা আগামী ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া মেলায় ফলের চারা বাগান সামগ্রী পাওয়া যাবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন