Monday , August 11 2025

বারি’র “জাতীয় পরিবেশ পদক” অর্জন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়।

বুধবার (২৫ জুন) ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫” উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে পদকটি গ্রহণ করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

জাতীয় পরিবেশ পদক পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর প্রদান করা হয়ে থাকে। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এবার এই পদকে ভূষিত করা হয়। উল্লেক্ষ্য যে জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরো ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই অর্জন দেশের টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

This post has already been read 5238 times!

Check Also

বিসিআরএল প্রকল্পের আওতায় রাজশাহীতে নতুন ফসল নির্বাচন বিষয়ক কর্মশালা

মো. এমদাদুল হক (রাজশাহী) : জলবায়ু সহনশীল জীবিকায়ন নিশ্চিতকরণে রাজশাহীতে Building Climate Resilient Livelihoods in …