📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিলেটে “খামারি” অ্যাপ ও ক্রপ জোনিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. জুলফিকার আলী (সিলেট) : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ঢাকা’র উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের ব্যবস্থাপনায় “খামারি” মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে ২০২৫ তারিখে সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো. আজিজ জিলানী চৌধুরী, এক্সপার্ট, ক্রপ জোনিং প্রকল্প, বিএআরসি, ঢাকা। তিনি তাঁর বক্তব্যে ‘খামারি’ মোবাইল অ্যাপের সার সুপারিশ ব্যবহার করে ধানের উপর সম্পন্নকৃত প্রদর্শনী ট্রায়ালের ফলাফল উপস্থাপন করেন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ড. মো. বক্তীয়ার হোসেন, সদস্য পরিচালক, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বিএআরসি, ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সিলেট অঞ্চলে ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে ‘খামারি’ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ের কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাপের ব্যবহারিক প্রশিক্ষণ ও প্রচার-প্রচারণা চালানো জরুরি।”

‘খামারি’ অ্যাপ ব্যবহার সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন হাসান মো. হামিদুর রহমান, পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) ও পিআই, বিএআরসি। ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক বিস্তারিত আলোচনা করেন মো. আবিদ হোসেন চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার, ক্রপ জোনিং প্রকল্প, বিএআরসি, ঢাকা।

প্রশিক্ষণে জানানো হয়, কৃষক ও সংশ্লিষ্ট উপকারভোগীদের উন্নত কৃষি সেবা প্রদানে ফসল উৎপাদন পরামর্শক হিসেবে ‘খামারি’ মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে। বাংলাভাষায় প্রস্তুতকৃত এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমে চালানো যাবে এবং গুগল প্লে-স্টোর ও ম্যাক অ্যাপ স্টোর থেকে ডাউনলোডযোগ্য। অ্যাপটির মাধ্যমে জমির উপযোগী ফসল নির্বাচন, ফসলভিত্তিক সার সুপারিশ, মাটির গুণাগুণ, সম্ভাব্য মুনাফা, প্রযুক্তি এবং জাত সংক্রান্ত তথ্য সহজেই পাওয়া যাবে। এর ফলে সারের খরচ সাশ্রয় এবং ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বাড়বে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন