📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

মাদারীপু‌রে আঞ্চ‌লিক কৃ‌ষি কর্মশালা অনু‌ষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : মাদারীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের ফ‌রিদপুর অঞ্চ‌লের কৃ‌ষি কর্মকর্তা‌দের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ মে) সকাল ১০ টায় মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ফ‌রিদপুর আঞ্চ‌লিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের মহা প‌রিচালক, মো.সাইফুল আলম। সভাপতিত্ব করেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফ‌রিদপুর আঞ্চ‌লিক কার্যাল‌য়ের অ‌তি‌রিক্ত প‌রিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কো‌র্ডিনেটর, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্টনার প্রকল্পের, এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর, ড. গৌর গোবিন্দ দাস। পার্টনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কো‌র্ডিনেটর, আবুল কালাম আজাদ।

উপজেলা পর্যায়ে প্রেজেন্টেশন করেন ভেদরগঞ্জ উপজেলার কৃষি অফিসার, ফাতেমা ইসলাম; বোয়ালমারি উপজেলার কৃষি অফিসার, মো. আলভীর রহমান, মুকসুদপুর উপজেলার কৃষি অফিসার, মো. বাহাউদ্দীন শেখ। জেলা পর্যায়ে প্রেজেন্টেশন উপস্কথাপনারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য), মো. রইচ উদ্দিন ।

ধান গবেষনার, এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. মো. আ. কাদের। কৃষি গবেষণার এজেন্সি প্রাগ্রাম ডিরেক্টর,  ড.এ কে এস মিজানুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন পার্টনার প্রক‌ল্পের আওতায় উপজেলা ভি‌ত্তিক কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের ১০ লাখ হেক্টর জমিতে ফল ও সবজি,  জলবায়ুসহিষ্ণু ধানের জাত, দানাশস্য ফসল, ডালফসল, তেলফসল ও উদ্যান ফসল আবাদের এলাকা বাড়বে। একইসাথে উন্নত আধুনিক সেচ এলাকাও বৃদ্ধি হবে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রাম বাস্তবায়ন হবে।

কর্মশালায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দুই শতাধিক কর্মকর্তাসহ কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন