মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোলাপগঞ্জ, সিলেট এর আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যাললের কৃষক প্রশিক্ষণ রুমে আজ রবিবার (১১ মে) দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তাফা ইকবাল আজাদ এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটয়ারী।
তিনি কৃষক প্রশিক্ষণ পরিদর্শনের পাশাপাশি গ্রামীণ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ ইউং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন; আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন। এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাশরেফুল আলম এবং সংশ্লিষ্ঠ উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনা,তেলজাতীয় ফসল চাষে উদ্ভোদ্ধকরণ,ফসলের উন্নত জাত সম্প্রসারণ, উচ্চ মূল্যের ফসল আবাদ বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয় নিয়ে আলোচানা সহ কৃষির সার্বিক উন্নয়নে বিস্তারিত তুলে ধরা হয়। দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক/কৃষণী অংশগ্রহণ করেন।