📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব-সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, পেশাদারিত্বের জায়গা  থেকে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। এসময় তিনি বলেন, হাতে কলমে শেখার অনন্য মাধ্যম হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব ।

বুধবার (২৩ এপ্রিল) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “অডিটিং এন্ড টেক্সেশান” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মোহাহম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এবং আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।দিনব্যাপী প্রশিক্ষণে “অডিটিং এন্ড টেক্সেশান” বিষয়ে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং বিভাগীয় নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৮০ জনের অধিক কর্মকর্তা  অংশগ্রহন করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন