📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

পেঁয়াজের দরপতনে চাষিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল কাইউম (পাবনা) : পেঁয়াজ এর ব্যপক দরপতন, বিদেশি পেঁয়াজ আমদানি রোধ এবং হাটে পেঁয়াজ বিক্রয়ের সময় দলাল চক্র ও হাট কমিটির চাঁদা বাঁজীর প্রতিবাদে পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনার তৃণমূল পেঁয়াজ চাষিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ পেঁয়াজ চাষিদের আয়োজনে রবিবার (১৬মার্চ) সকাল ৯টায় আতাইকুলা প্রেসক্লাব এর সামনে মানববন্ধনে নানা বয়সের কৃষক দের অংশগ্রহনে ঘন্টাব্যাপী চলে এই মানববন্ধন।

এ সময় বক্তারা ৪ দফা দাবী পেশ করে বলেন পেঁয়াজ চাষের মৌসুমে সার কীটনাশক সহো অন্যান্য উৎপাদন উপকরণের উপর ভর্তুকি দিতে হবে,পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে,সরকার কর্তৃক পেঁয়াজ এর মূল্য নির্ধারণ করে দিতে হবে,হাটে বাজারে প্রতি মন পেঁয়াজে ৫ কেজি করে পেঁয়াজ চাঁদাবাজী বন্ধ করতে হবে, দাবী না মানা হলে কঠর থেকে কঠর আন্দোলন এর হুশিয়ারি দেন তাঁরা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন