Wednesday , August 20 2025

বরিশালে তেলফসলের কর্মশালায় অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে তেলফসলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) নগরীর মৎসবীজ উৎপাদন খামারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। কী-নোট স্পীকার ছিলেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, গোপালগঞ্জের উপপরিচালক আ. কাদের সরদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসেন, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক এইচ এম শামীম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, প্রথম আলোর ব্যুরো চীফ জসীম উদ্দীন, লালমোহনের কৃষক পুরনজিত দাস প্রমুখ।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বরিশাল ও ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা এবং কৃষক মিলে ২০০ জন অংশগ্রহণকারী উস্থিত ছিলেন। কর্মশালায়  প্রধান অতিথি মো. ছাইফুল আলম বলেন, ভোজ্যতেলের ঘাটতি কমাতে এর উৎপাদন বাড়াতে হবে। এজন্য শস্যবিন্যাসে তেলফসল অন্তর্ভূক্তিকরণ দরকার। এর মাধ্যমে শস্যনিবিড়তা বৃদ্ধি পাবে। একইভাবে ভোজ্যতেলের যোগানও বাড়বে আশানুরুপ। এক্ষেত্রে এই প্রকল্প অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post has already been read 1438 times!

Check Also

তালতলীতে এসএসিপি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্ট এর আওতায় উচ্চমূল্যের …