📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বুধবার (২৭ নভেম্বর) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান, রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম, শরিয়তপুরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, গোপালগঞ্জের উপপরিচালক, আ: কাদের সরদার, হর্টিকালচার সেন্টার ফারিদপুরের উপপরিচালক, মো. জসীম উদ্দিন।

সভায় বলা হয়, পেঁয়াজ, সরিষা, গম ও ডাল ফসলের আবাদ এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। রবি ফসল বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তাদের সব চেয়ে বড় ভুমিকা পালন করতে হবে। প্রশিক্ষণ, মাঠ দিবস কর্মসূচি যথাযথ সময়ে করতে হবে। কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কার্যক্রম এর অগ্রগতির প্রতিবেদন।

সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন