📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বরিশালের গৌরনদীতে সার সুপারিশ কার্ড বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের গৌরনদীতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৪ নভেম্বর) গৌরনদী উপজেলা্য় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআইর বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন এবং গৌরনদীর উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কায়েস মাহমুদ।

‘মাটি পরীক্ষা করে সার দিন, সারের অপচয় কমিয়ে অধিক ফসল ঘরে নিন’ এই স্লোগানকে সামনে রেখে চলতি রবি মৌসুমে এসআরডিআইর ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে সারাদেশে চলছে কৃষক সেবা কার্যক্রম। এর অংশ হিসেবে গৌরনদী উপজেলা্য় দক্ষিণের ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) কীর্তনখোলার উদ্যোগে এই সার সুপারিশ কার্ড বিতরণ এবং কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কৃষক পর্যায়ে গণসচেতনতার লক্ষ্যে বরিশাল বিভাগের ৪ উপজেলায় এই কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। উপজেলাগুলো হলো: নেছারাবাদ, গৌরনদী, দুমকী ও বরগুনা সদর। কর্মসূচিতে মাত্র ২৫ টাকার বিনিময়ে মাটি পরীক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছেন চাষিরা; যার প্রকৃত খরচ ৪শ’ ৪০ টাকা। বাকি ৪ শ’ ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন