Wednesday , August 27 2025

প্রোটিন হাউস –এ যোগ দিলেন ডা. মো. জামাল উদ্দিন

এগ্রিনিউজ২৪.কম রিপোর্ট: দেশের পোলট্রি শিল্পে বিশেষ করে ডিম উৎপাদনের অন্যতম বৃহৎ কোম্পানি প্রোটিন হাউজ –এ সিনিয়র কনসালট্যান্ট (ফার্ম) হিসেবে যোগদান করেছেন ডা. মো. জামাল উদ্দিন। এর আগে তিনি টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং প্রায় তিন মাস আগে সেখান থেকে অবসরে যান।

রবিবার (২৭ জুন) ডায়মন্ড গ্রুপের হেড অফিসে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডায়মন্ড গ্রুপের মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. আসাদুজ্জামান মেজবাহ, উপদেষ্টা আতাউর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পোল‌ট্রি শি‌ল্পে সরাস‌রি মাঠে অ‌ভিজ্ঞতা সম্পন্ন জামাল উ‌দ্দিস প্রো‌টিন হাউজ‌ ও দেশের পোলট্রি শিল্পকে আ‌রো বেশি এ‌গি‌য়ে নি‌তে সহায়ক হবে বলে কোম্পা‌নি সূত্রের বিশ্বাস।

উল্লেখ্য, ডা. মো. জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে; এর আগেও সরকারি চাকুরিরত অবস্থায় তিনি প্রোটিন হাউজে পার্টটাইম কিছুদিন কাজ করেছেন। এখন থেকে সেখানে তিনি পূর্ণকালীন সময় কাজ করবেন।

This post has already been read 7450 times!

Check Also

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর …