Thursday , September 18 2025

ডা. শেখ আজিজুর রহমান প্রাণিসম্পদ অধিদপ্তরের নয়া মহাপরিচালক

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন  মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ডা. শেখ আজিজুর রহমান। গত ১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার উপসচিব এ জেড এম নুরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর পরিচালক হিসেবে ছিলেন।

প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: শেখ আজিজুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব)-এর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

This post has already been read 6201 times!

Check Also

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর …