📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

লেবুখালীতে নারিকেল, আমড়া ও ডাল ফসলের ওপর কৃষক প্রশিক্ষণ

নাহিদ বিন রফিক (বরিশাল): নারিকেল, আমড়া ও ডাল ফসলের পোকা সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তির ওপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ আজ পটুয়াখালীর লেবুখালী উপজেলার আরএইচআরএস হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আরএইচআরএস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইদ্রিস আলী হাওলাদার। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় ফল এবং ফসলের মধ্যে নারিকেল, আমড়া ও মুগ অন্যতম। তাই এগুলোর আবাদ সম্প্রসারিত করা দরকার। আর এ জন্য প্রয়োজন কৃষকদের উদ্ভুদ্ধ করা।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চাষকৃত গুরুত্বপূর্ণ ফল, পান, সুপারি ও ডাল ফসলের পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম,  লেবুখালীর আরএইচআরএস’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রেজাউল করিম এবং এসও  মোসা. নাসিরা আক্তার।

প্রশিক্ষণে পটুয়াখালীর দুমকি এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন