📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বরিশালের আগৈলঝড়ায় ভাসমান কৃষির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) বরিশালের আগৈলঝাড়ায় ভাসমান কৃষির ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্যা কিংবা খরায় যেকোনো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে ভাসমান কৃষির তেমন ক্ষতি হয় না।তাই জলাবদ্ধ এলাকায় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্য নিবিড়তা বাড়ানো সম্ভব। এতে নিজেদের জীবনমান উন্নয়ন হবে। দেশ হবে সমৃদ্ধ।

প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পিএসও ড. মো. আলিমুর রহমান।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি. সদস্য মো. রাশেদুল ইসলাম খায়ের, কৃষক মো. তোফাজ্জেল হক ফকির, মো. সেকান্দার মোল্লা প্রমুখ।প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন