Wednesday 8th of May 2024
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে কৃষির কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে কৃষির কর্মশালা অনুষ্ঠিত

Published at জুন ১৫, ২০২০

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প আয়োজিত এক কর্মশালা আজ (সোমবার, ১৫ জুন) বরিশালের ব্রি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, শস্যনিবিড়তা আরো বাড়ানো দরকার। সে সাথে প্রয়োজন ক্রপিং প্যাটানকে যুযোপযোগী করা। বরিশালের মাটি উর্বর। এখানে প্রায় সব ফসলের চাষযোগ্য। তাই স্বাথ্যবিধি মেনে এ অঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিনয় কৃষ্ণ দেবনাথ এবং প্রকল্প পরিচালক জাহীদুল আলম।

উপপ্রকল্প পরিচালক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, ভোলার অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাত, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2332 times!