Wednesday , August 27 2025

লোক নিয়োগ দিবে ফিড কোম্পানি প্যারাডাইজ সান

বিজ্ঞপ্তি: প্যারাডাইজ সান কোম্পানী লি., হাতিমারা, কাশিমপুর, গাজীপুর। বাংলাদেশের একটি স্বনামধন্য পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। দীর্ঘ ৬ বছর যাবত বাংলাদেশের পোলট্রি খাতে অবদান রাখছে। বর্তমানে কোম্পানির বাজার সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় মার্কেটিং অফিসার নিয়োগ দেয়া হবে। আগ্রহী আবেদনকারীদের পদ ও যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলো:

নং পদবী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা
এরিয়া সেলস্ ম্যানেজার ৫ জন স্নাতক-স্নাতকোত্তর ৩ বছর
সহকারি সেলস্ ম্যানেজার ৫ জন স্নাতক ২ বছর
সেলস্ অফিসার ৫ জন এইচ.এস.সি শিক্ষানবিশ

Apply Online: www.paradisesunbd.com            E-mail: psclbd@yahoo.com

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা হলো:

প্যারাডাইজ সান কোম্পানী লি.,

হাতিমারা, কাশিমপুর, গাজীপুর।

মোবাইল: ০১৭৭০-৭৯২৩১১, ০১৭৭০-৭৯২৩২৯

বি:দ্র: দূরবর্তী এলাকাতে ফিড পরিবহনের সুবিধার্থে ডিপো স্থাপন করা হবে।

This post has already been read 15841 times!

Check Also

পাবনা ডিএই’র নতুন উপপরিচালক হিসেবে যোগ দিলেন মো. জাহাঙ্গীর আলম প্রামানিক

গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর …