📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কম্বাইন হারভেস্টার বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): সরকারি উন্নয়ন সহায়তার মাধ্যমে শনিবার (২৫ এপ্রিল) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে একজন কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। উপজেলা কৃষি অফিস  আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জুয়েল প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার জানান, এ যন্ত্রের সাহায্যে প্রতি ঘন্টায় ১ একর জমির ধানকাটা ও মাড়াই একই সাথে করা সম্ভব। তাই কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে রাখবে বিরাট অবদান। এর মাধ্যমে কৃষকের  শ্রম, অর্থ এবং সময় সাশ্রয় হবে। তারা সম্পদশালী হবেন। দেশ হবে আরো সমৃদ্ধ।

উল্লেখ্য, এ আধুনিক কৃষি যন্ত্রপাতিটির বাজার মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছে ১০ লাখ ২৫ হাজার টাকা। বাকি অর্থ সরকারিভাবে ব্যয় নির্বাহ করা হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন