Saturday 4th of May 2024
Home / পোলট্রি / আপাতত: স্থগিত করা হলো “পোল্ট্রি ফেস্ট-২০২০”

আপাতত: স্থগিত করা হলো “পোল্ট্রি ফেস্ট-২০২০”

Published at মার্চ ৮, ২০২০

প্রতীকি ছবি

অনিবার্য় কারণ বশত: আগামী ২১ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য “পোল্ট্রি ফেস্ট-২০২০” আপাতত স্থগিত ঘোষণা করেছে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারন সম্পাদক ডাঃ এম আলী ইমাম। তবে আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য সিম্পোজিয়ামের তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

মুজিব বর্ষকে সামনে রেখে এবারই প্রথমবারের মত বাংলাদেশে  “আন্তর্জাতিক পোল্ট্রি দিবস” উদযাপনের ঘোষণা দেয় ওয়াপসা-বিবি। এর অংশ  হিসেবে ১৯ মার্চ হোটেল রিজেন্সি’তে পোল্ট্রি বিষয়ক সিম্পোজিয়াম এবং ২১ মার্চ রাজধানীর বনানী মাঠে “পোল্ট্রি ফেস্ট” -এর প্রস্তুতি গ্রহণ করা হয়।

ওয়াপসা-বিবি কার্য়ালয় থেকে জানানো হয়েছে- “পোল্ট্রি ফেস্ট” এর পরবর্তী নির্ধারিত হলে তা সকলকে জানিয়ে দেয়া হবে।

This post has already been read 2776 times!