Tuesday , July 1 2025

পটুয়াখালীতে উচ্চমূল্যের ফসল গবেষণা কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে উচ্চমূল্যের ফসল গবেষণা কার্যক্রম শীর্ষক দিনব্যাপী পর্যালোচনামূলক কর্মশালা বুধবার (১ জানুয়ারি) পটুয়াখালীর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। এসএসিপি প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় মো. আফতাব উদ্দিন বলেন, আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি, তা অবশ্যই বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে কৃষককে আরো শক্তিশালী করতে হবে। এর অংশ হিসেবে প্রয়োজন বিশ্বমানের পণ্য উৎপাদন করা। ইতোমধ্যে ১ শত ১৬ টি দেশে বাংলার বিভিন্ন ফসল রফতানি চলমান আছে। তা সুদৃঢ় করতে দরকার বাজারজাতকরণের প্রতি গুরুত্ব দেয়া। তাহলেই আমরা সফলকাম হবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএই’র আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বের দত্ত এবং বরগুনার উপপরিচালক মো. মতিয়ুর রহমান।

বারির বৈজ্ঞনিক কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের (বারি) ড. অপূর্ব কান্তি চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল, মির্জাগঞ্জের  উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ডিএই, বারি, কৃষি তথ্য সার্ভিস, এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 5499 times!

Check Also

বারি’র “জাতীয় পরিবেশ পদক” অর্জন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে। পরিবেশ বিষয়ক …