Thursday , May 1 2025

প্রভিটা গ্রুপে যোগ দিলেন সাইফুল আলম

পোল্ট্রি শিল্পে পরিচিত মুখ সাইফুল আলম একই শিল্পের স্বনামধন্য কোম্পানি ‘প্রভিটা গ্রুপ’ -এsaiful alam যোগদান করেছেন। কোম্পানির আউলিয়াস্থ ‘প্রভিটা ফিডস লিমিটেড’ এবং ‘প্রভিটা পোল্ট্রি ফিড লিমিটেড’  নামক দুটো ফিড মিলের সহকারি মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে তিনি এ নিয়োগ পান। পহেলা আগস্ট ২০১৭ইং তারিখ হতে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।

তিনি পিয়ারসন্স এগ্রো লিমিটেড -এর নির্বাহী পরিচালক। হাসান গ্রুপের (লায়ন ফিডস লিমিটেড ও ম্যাক হ্যাচারী লিমিটেড) -এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, কোম্পানি সেক্রেটারী ও মুখ্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। কাজ করেছেন এস.জি.এস ফিডস লিমিটেড -এ বেশ কিছুদিন। ২০১০ সনে তিনি পোলট্রি শিল্পের সম্পৃক্ত হন।

পোলট্রি শিল্পে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং এন সি সি ব্যাংকে নিয়মিত ব্যাংকার হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন।

তিনি তার নতুন কর্মস্থলে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

  • প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 11322 times!

Check Also

শখের মুরগীর বাচ্চা- হতে পারে আপনার চরম স্বাস্থ্যহানির কারণ!

ইদানিং অনেকের লং টার্ম ঠান্ডা, ডায়রিয়া ইত্যাদি বেশি হচ্ছে। একটা কারণ সিজন চেঞ্জ, আরেকটা হতে …