
ফরিদপুর প্রতিনিধি আসাদুল্লাহ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবি/২০২৫ মৌসুমের আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (৩০ নভেম্বর) ফরিদপুরের খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
সভায় বক্তব্য রাখেন শরিয়তপুরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, গোপালগঞ্জের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক বিন ইয়ামিন, হর্টিকালচার সেন্টার রাজবাড়ির উপপরিচালক এস. এম. সালাউদ্দিন এবং সিমিট হার্বের প্রধান মো. জাকারিয়া হাসান।
সভায় রবি মৌসুমে ফসলের চলমান প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম সঠিক সময়ে বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একজন কৃষক যেন একাধিকবার একই প্রণোদনা না পান, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া চাষযোগ্য জমিতে জলাবদ্ধতা নিরসনে বিএডিসির মাধ্যমে প্রয়োজনীয় সেচ প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
সভায় সারের মজুদ, বরাদ্দ, উত্তোলন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।

