
গাজীপুর সংবাদদাতা: দেশের কৃষি গবেষণার অগ্রভাগে থাকা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদযাপন করেছে প্রতিষ্ঠার ৫৫ বছরপূর্তি। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর ২০২৫) গাজীপুরে ব্রি সদর দপ্তরে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা কর্মসূচি।
সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ব্রি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
সভায় প্রধান অতিথি ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই ব্রি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে ব্রির অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত।”
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সীমিত জমিতে অধিক ফলন নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এজন্য প্রয়োজন উচ্চ ফলনশীল ধান জাতের সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার।”
অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে ব্রি এ পর্যন্ত ১২১টি উচ্চ ফলনশীল ধান জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে আটটি হাইব্রিড জাত রয়েছে। দেশের খাদ্য উৎপাদনে ব্রির এসব উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।