
মো. এমদাদুল হক (রাজশাহী) : পুষ্টি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি রাজশাহীর আয়োজনে অধিদপ্তরের হলরুমে রাজশাহীর ৯টি উপজেলা ও ২টি মেট্রোপলিটন কৃষি অফিসের মোট ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে গত ৮ থেকে ৯ নভেম্বর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এই প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আধুনিক কৃষি জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের বিষয়ে গভীর ধারণা পাবেন। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কৃষকদের আরও কার্যকর পরামর্শ দিতে পারবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ শারমিন সুলতানা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আব্দুল মজিদ এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ পাপিয়া রহমান মৌরীসহ অন্যান্য প্রশিক্ষক। তাঁরা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সহজবোধ্যভাবে তুলে ধরেন এবং মাঠপর্যায়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

