
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ফিশারিজ কৃষিবিদদের সংগঠন ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)-এর ১৮ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মসিউর রহমান সভাপতি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. গিয়াসউদ্দিন সরকার জসীম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কৃষিবিদ ইনস্টিটিউশনের ক্যাফেটেরিয়ায় ফিশারিজ কৃষিবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্যাবের সাবেক সহ-সভাপতি এফ এফ মো. আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক মহাসচিব কৃষিবিদ মো. আলি উর রেজা এবং সভার সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ জাহিদুল ইসলাম চঞ্চল। উপস্থিত ছিলেন বিগত কমিটির অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সাবেক সদস্যবৃন্দ।
সভায় সর্বপ্রথম ফ্যাবের সংশোধিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরবর্তী আলোচনায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ফ্যাবের সদ্য ঘোষিত আংশিক কমিটি:
১) কৃষিবিদ মো. মশিউর রহমান – সভাপতি
২) কৃষিবিদ মো. আহসান হাসিব খান – সহ-সভাপতি
৩) কৃষিবিদ প্রফেসর ড. মো. মোসারফ হোসাইন – সহ-সভাপতি
৪) কৃষিবিদ আবু মোহাম্মদ আসাদুজ্জামান – সহ-সভাপতি
৫) কৃষিবিদ প্রফেসর ড. কাজী আহসান হাবীব – সহ-সভাপতি
৬) কৃষিবিদ মো. সালমুন হাসান – সহ-সভাপতি
৭) কৃষিবিদ মো. গিয়াসউদ্দিন সরকার জসীম – মহাসচিব
৮) কৃষিবিদ মো. কামরুজ্জামান – যুগ্ম মহাসচিব
৯) কৃষিবিদ মো. আনোয়ার কবির – যুগ্ম মহাসচিব
১০) কৃষিবিদ জাহিদুল ইসলাম চঞ্চল – যুগ্ম মহাসচিব
১১) কৃষিবিদ মো. আসলাম ফকির লিটন – সাংগঠনিক সম্পাদক
১২) কৃষিবিদ মো. রবিউল করিম – সহ-সাংগঠনিক সম্পাদক
১৩) কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম – সহ-সাংগঠনিক সম্পাদক
১৪) কৃষিবিদ মো. মনজুরুল হক – অর্থ সম্পাদক (যুগ্ম মহাসচিব পদমর্যাদা)
১৫) কৃষিবিদ মোহাম্মদ জিয়াউল হক জুয়েল – প্রচার সম্পাদক
১৬) কৃষিবিদ মো. রাশেদুজ্জামান দিপু – দপ্তর সম্পাদক (যুগ্ম মহাসচিব পদমর্যাদা)
১৭) কৃষিবিদ মো. আরিফুল ইসলাম – সমাজকল্যাণ সম্পাদক
১৮) কৃষিবিদ মো. মেসবাহুল নুর আনোয়ার কবির – গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক
সভায় জানানো হয়, অতি শীঘ্রই ফ্যাবের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

