
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (BAFIITA)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ধানমন্ডির হোয়াইট হলে। শনিবার (১ নভেম্বর ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে ফিড শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি এ. এম. আমিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, “বাংলাদেশের ফিড শিল্প কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম ভিত্তি। বাফিটা সবসময় এই শিল্পের টেকসই বিকাশ, সুষ্ঠু বাণিজ্য পরিবেশ ও সদস্যদের অধিকার রক্ষায় কাজ করে এসেছে। আগামী দিনেও সংগঠনটি পেশাদারিত্ব ও ঐক্যের ধারায় এগিয়ে যাবে।”

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ২০২৩–২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত দুই বছরের অর্জন, কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, “বাফিটা সদস্যদের জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং তা অব্যাহত থাকবে।”
এরপর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫–২০২৭) ঘোষণা করেন। ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় নবনির্বাচিত কমিটির কাছে। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত নেতৃত্বের হাতে বাফিটার দায়িত্ব তুলে দেন।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সুধীর চৌধুরীর অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব গ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক। তিনি বলেন, “বাফিটার নতুন নেতৃত্ব ঐক্য, পেশাদারিত্ব ও উদ্ভাবনের ভিত্তিতে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে ফিড শিল্পকে আরও আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান তাঁর প্রাণবন্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের ফিড শিল্প আজ সম্ভাবনার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা চাই বাফিটা শুধু একটি ট্রেড অ্যাসোসিয়েশন নয়, বরং জ্ঞান, নীতি ও প্রযুক্তিনির্ভর একটি উন্নয়নমুখী প্ল্যাটফর্মে পরিণত হোক। আমরা সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে শিল্পের অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ করব।”

তিনি আরও বলেন, “বাফিটা বিশ্বাস করে ঐক্য, স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্বই দেশের ফিড শিল্পকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।”
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শাহীনুর আলম, উপপরিচালক (স্বাস্থ্য), প্রাণিসম্পদ অধিদপ্তর; পল্লব কুমার দত্ত, উপপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, আহকাব; কৃষিবিদ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক, ওয়াপসা-বিবি; এবং মোস্তফা কামাল, সচিব, বিপিআইসিসি ও সাবেক অতিরিক্ত সচিব। তাঁরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ফিড শিল্পে গুণগতমান ও নীতিনির্ধারণে বাফিটার আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিষেক অনুষ্ঠানের আগে বিকেল পাঁচটায় লালমাটিয়া হাউজিং এস্টেটে বাফিটার নতুন অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সদ্য বিদায়ী সভাপতি এ. এম. আমিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক, এবং সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে ফিড শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

