
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডিম দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মূল আলোচনা অনুষ্ঠান শেষে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে গরিব, অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। ডায়মন্ড এগ লিমিটেডের সৌজন্যে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি সোসাইটি (বাহাস)-এর পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার (১০ অক্টোবর) এই ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডিম বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান, ডায়মন্ড এগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান মেজবা, বাহাস-এর সভাপতি কৃষিবিদ মো. মাহবুব হাসান এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. শাহাদত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কৃষিবিদ মো. আসাদুজ্জামান মেজবা বলেন, “ডিম শুধু পুষ্টিকর খাদ্য নয়, এটি একটি সাশ্রয়ী প্রোটিন উৎস যা শিশু থেকে বৃদ্ধ—সবার শরীর ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পুষ্টি পৌঁছে দিতে পেরে গর্বিত।”
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষ বিনামূল্যে ডিম গ্রহণ করেন এবং সবাইকে দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।